BRAKING NEWS

মিজোরামের ভারত-মায়নামার সীমান্তে উদ্ধার ১.২২ কোটি টাকার হেরোইন, গ্রেফতার দুই

আইজল, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : মিজোরামের ভারত-মায়নামার সীমান্তবৰ্তী এলাকায় আসাম রাইফেলস এবং কাস্টমস দফতরের পৃথক যৌথ অভিযানে উদ্ধার হয়েছে প্রায় এক কোটি ২২ লক্ষ ৩২ হাজার টাকার হেরোইন। ড্রাগস পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুজনকে।

আজ বুধবার এই খবর আসাম রাইফেল-এর ৮ নম্বর ব্যাটালিয়নের জনৈক আধিকারিক জানিয়েছেন। তিনি জানান, কাস্টমস দফরের আধিকারিকদের সঙ্গে নিয়ে আসাম রাইফেলস-এর এক দল সোমবার বিকেল এবং গতকাল রাত প্রায় ৯.৩০ মিনিটে রাজ্যের ভারত-মায়ানমার সীমান্তবর্তী এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়েছিল। গত সোমবার প্রথম অভিযানে জখাওথার এলাকা থেকে ৬৮.৬ গ্রাম এবং ওই এলাকায়ই গতকাল রাত প্রায় ৯.৩০ মিনিটের দ্বিতীয় অভিযানে ২৩৭.৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। দুই অভিযানে উদ্ধারকৃত হেরোইনগুলির বাজারমূল্য যথাক্রমে ২৭.৩২ লক্ষ এবং ৯৫ লক্ষ, মোট এক কোটি ২২ লক্ষ ৩২ হাজার টাকা হবে বলে আসাম রাইফেলস-এর আধিকারিক জানিয়েছেন। ধৃতদের কাস্টমস আধিকারিকরা নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *