BRAKING NEWS

যুবরাজ সিংয়ের বিরুদ্ধে দায়ের এফআইআর

চণ্ডীগড়, ১৫ ফেব্রুয়ারি (হি. স.) : সোশাল মিডিয়ায় দলিতদের সম্পর্কে আপত্তিকর নানা মন্তব্যের জন্য প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংয়ের বিরুদ্ধে হরিয়ানা পুলিশের কাছে দায়ের হল এফআইআর। গত বছরের একটি ঘটনার জন্য যুবরাজ সিংয়ের বিরুদ্ধে দায়ের হল এফআইআর।
সূত্রের খবর, হরিয়ানার হিসারের এক আইনজীবী যুবরাজের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। হাঁসি থানায় বিশ্বকাপজয়ী তারকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩, ১৫৩এ, ২৯৫, ৫০৫ ধারায় মামলা রুজু হয়েছে। পাশাপাশি তফসিলি জাতি ও উপজাতি আইনের ৩ (১) (r) ও ৩ (১) (s) ধারাতেও কেস দায়ের করা হয়েছে। গত বছর ভারতীয় ওপেনার রোহিত শর্মার সঙ্গে একটি ইনস্টাগ্রাম লাইভ সেসনে হাজির হয়েছিলেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার। সেখানেই তাঁর একটি মন্তব্য নিয়ে তৈরি হয় বিতর্ক। অভিযোগ, অন্যান্য ক্রিকেটারকে নিয়ে মশকরা করতে গিয়ে দলিতদের অসম্মান করে বসেন যুবি। জাত-পাত নিয়ে করা মন্তব্যের জেরে কড়া সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাঁকে। পরে অবশ্য নিজের ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, “আমি কখনওই জাত-পাত, বর্ণ কিংবা লিঙ্গের ভেদাভেদে বিশ্বাসী নই। আমি প্রতিটি মানুষকে সমানভাবেই দেখি ও তাঁদের হিতে কাজ করার চেষ্টা করি। নিঃস্বার্থে একে অপরের পাশে দাঁড়ানোই জীবন।” সেই ঘটনার প্রায় আট মাস পর দায়ের হল এফআইআর। যদিও এফআইআর দায়ের হওয়ার পর এখনও পর্যন্ত এ নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি যুবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *