নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৪ ফেব্রুয়ারি৷৷ বিশালগড় মহকুমার কমলাসাগর বিধানসভার কইয়াডেপা পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডে টংকামুড়া এলাকা ২২ দিন যাবৎ বিদ্যুৎহীন৷ আন্দোলনে নামলো এলাকার জনগণ৷ রবিবার দুপুর বেলা মধুপুর বিদ্যুৎ দপ্তরে অফিসারদের প্রতি ক্ষোভ জানিয়ে তাদের দাবি গত ২২ দিন যাবৎ কইয়াডেপা এলাকায় টংকামুড়ায় বিদ্যুৎ নেই৷
লিখিতভাবে জানানোর পরও আজ পর্যন্ত কোনো ভূমিকা নেয়নি কর্তৃপক্ষ৷ তাদের অভিযোগ ত্রিশটি পরিবার বর্তমানে অসহায় হয়ে রয়েছেন৷ গত ২২ দিন যাবৎ বিদ্যুৎ না পেয়ে আরো জানা যায় বারবার লিখিত ভাবে জানানোর পরেও মধুপুর বিদ্যুৎ অফিসের এসডিও তাদের সাথে দুর্ব্যবহার করে যাচ্ছে৷ এমনকি একটি বারের জন্যও এলাকায় আসার প্রয়োজন মনে করেননি নিগমের কর্মীরা৷ যার ফলে এলাকার জনগণ ক্ষুব্ধ হয়ে আন্দোলন নামল কইয়াডেপা এলাকায়৷
এলাকার জনগণের অভিযোগ বিদ্যুৎ না থাকার পরিপ্রেক্ষিতে ছাত্র-ছাত্রীদের ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে৷ এমনকি ওই এলাকাটি টিলাভূমি এলাকায় যার পরিপ্রেক্ষিতে জলের ভীষণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে৷ তাই আধ কিলোমিটার দূর থেকে জল আনতে হচ্ছে অনেক কষ্ট করে৷ অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবী জানানো হয়েছে৷

