নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারি৷৷ রাজ্য পুলিশের মহানির্দেশক ভি এস যাদবএর পরিবারের তরফ থেকে রবিবার রাধানগর এবং জিবি বাজার এলাকায় দুস্থদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়৷ পূর্ব দয়া সামাজিক সংস্থার সহযোগিতায় এই ফল মিষ্টি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷
ফল মিষ্টি বিতরণ উপলক্ষে রাজ্য পুলিশের মহানির্দেশক ভি এস যাদব বলেন মানুষ এবং রুগীরা অর্থের অভাবে ফল ক্রয় করে খেতে পারে না৷ সে কারণেই তিনি এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন৷ সমাজের অন্যান্য অংশের মানুষজনকেও গরিব মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন তিনি৷এ ধরনের সামাজিক কাজ করবে আগামী দিনেও তিনি এবং তার পরিবার এগিয়ে আসবে বলে আশ্বস্ত করেছেন৷রাজ্য পুলিশের মহানির্দেশক এর পরিবার থেকে গরীব দুস্থ মানুষের মধ্যে ফল মিষ্টি বিতরণের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুশীল সমাজ৷