নিজস্ব প্রতিনিধি, উদয়পুর/আগরতলা, ১৩ ফেব্রুয়ারি৷৷ ত্রিপুরায় পৃথক পৃথক স্থানে যান সন্ত্রাসে একজনের মৃত্যু হয়েছে৷ এছাড়া অন্য একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য ভরতি করা হয়েছে৷ শুধু তা-ই নয়, একটি ব্রেইলি ব্রিজ ভেঙে যান চলাচল ব্যাহত হয়েছে৷
গতকাল রাত সাড়ে এগারোটা নাগাদ ধলাই জেলায় কমলপুর মহকুমায় এরারপার ব্রেইলি ব্রিজ মুরগির খাবার বোঝাই ট্রাকের ভার বহন করতে না পেরে ভেঙে পড়ছে৷ তাতে আজ সকাল থেকে ওই রাস্তা দিয়ে যান চলাচল স্তব্ধ হয়ে রয়েছে৷ ২০৮ জাতীয় সড়ক হওয়ার কারণে প্রচুর যানবাহন ব্রিজের দুদিকে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে শেষে বিকল্প রাস্তা দিয়ে রওয়ানা দিয়েছে৷
পুলিশ জানিয়েছে, ট্রাকের অত্যধিক ওজন হওয়ার কারণেই ব্রিজের মাঝখানে আসতেই ব্রিজটি ভেঙে পড়েছে৷ সকাল থেকে উদ্ধারকার্য শুরু হলেও এই খবর লেখা পর্যন্ত ট্রাক তোলা সম্ভব হয়নি৷ স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জীর্ণকায় ওই ব্রেইলি ব্রিজ সংস্কারের কোনও উদ্যোগ নেওয়া হয়নি৷ এমন-কি, ব্রিজে কত ওজন নিয়ে যানবাহন উঠতে পারবে সে বিষয়ে কোনও সতর্কবার্তাও নেই৷ স্বাভাবিক ভাবে, ব্রিজের ধারণক্ষমতা আন্দাজ করতে না পারায় ওই দুর্ঘটনা হয়েছে বলে দাবি স্থানীয়দের৷
ট্রাকচালক মহম্মদ ইসমাইলও একই দাবি করেছেন৷ তিনি বলেন, ইন্টারনেটের মাধ্যমে জাতীয় সড়কের ম্যাপ দেখে তিনি আসছিলেন৷ কিন্ত ম্যাপে কোনও ব্রেইলি ব্রিজ দেখায়নি৷ তাছাড়া, ওই ব্রিজের ধারণক্ষমতা সম্পর্কে কোনও সাইনবোর্ড ছিল না৷ ফলে, ব্রিজে উঠতেই মাঝপথে গিয়ে গাড়ি নিয়ে ব্রিজ ভেঙে পড়েছে৷
প্রসঙ্গত, ওই ব্রিজ দিয়েই কৈলাসহর, কুমারঘাট প্রতিদিনের যাতায়াত মানুষের৷ এখন কবে নাগাদ ব্রেইলি ব্রিজটি সংস্কার করা সম্ভব হবে, প্রশাসনের তরফে স্পষ্টভাবে কিছুই জানানো হয়নি৷ কিন্তু অবস্থা দেখে মনে হচ্ছে, কয়েক দিন সময়ের প্রয়োজন ব্রিজটি সংস্কার করতে৷
এদিকে, আজ সকালে উদয়পুর মহকুমার ব্রহ্মাবাড়ি এলাকায় বালি বোঝাই ট্রাকের সাথে সুকটি, বাইক এবং মারুতি অল্টো গাড়ির সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত অবস্থায় গোমতি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ পুলিশ জানিয়েছে, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী বালি বোঝাই গাড়িটি সজোরে সুকটি, বাইক এবং মারুতি গাড়িতে ধাক্কা দেয়৷ তাতে বাইকটি দুমড়ে-মুচড়ে গিয়েছে৷ সুকটি এবং মারুতি গাড়িও ভীষণ ক্ষতিগ্রস্থ হয়েছে৷ ওই ঘটনায় খিলপাড়া এলাকার বাসিন্দা রাজু মিয়াঁ গুরুতর আহত হয়েছেন৷ চিকিৎসকরা জানিয়েছেন, রাজু মিয়াঁর শরীরে একাধিক আঘাত রয়েছে৷ তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ কিন্তু জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়েছে৷ আহত সুব্রত দাস বর্তমানে গোমতি জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ পুলিশ ঘাতক গাড়ি এবং সুকটি, বাইক ও মারুতি গাড়ি আটক করেছে৷
এদিকে, শনিবার সন্ধ্যারাতে আবারও ভয়াবহ দুর্ঘটনা উদয়পুর সাব্রুম জাতীয় সড়কে৷ ট্রিপার গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে উদয়পুর নবশক্তি সংঘের সামনে৷ এই দুর্ঘটনায় বাইক চালক গুরুতর আহত হয়৷ পথচলতি সাধারণ মানুষ এই ঘটনা দেখতে পেয়ে দমকল দপ্তরের খবর দেয়৷ দুর্ঘটনার খবর পেয়ে দমকল একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত বাইক চালককে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়৷
কিন্তু স্থানীয়দের অভিযোগ বহুবার এই নবশক্তি সঙ্গে সামনে সাব্রুম এবং উদয়পুরে রোডে ট্রাফিক বসানোর জন্য দাবি জানিয়ে আসছিল বহু বছর ধরে৷ কিন্তু ট্রাফিক না থাকার কারণেই একের পর এক দুর্ঘটনার কবলে পড়ছে দ্বিচক্রযান থেকে শুরু করে ছোট-বড় গাড়িগুলি৷ এ নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করে স্থানীয় লোকজন৷ একই দিনে পরপর দুইজন দুর্ঘটনার শিকারের সাক্ষী থাকলো গোটা উদয়পুর৷ পরপর দুর্ঘটনার জেরে পথচলতি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় জনমনে৷

