বিশালগড়ে গাছ পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১২ ফেব্রুয়ারি৷৷ গাছ পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে এক ব্যক্তির৷ তার নাম মোস্তাক আলি বাবা শিকেন্দর আলি৷ ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে প্রভুরামপুর ২ নং ওয়ার্ডের সুশান্ত সাহার বাড়িতে৷ গাছ কাটার পর চেরাই করার কাজে গিয়েছিলেন ওই ব্যক্তি৷


দুটি গাছ কাটার পর তৃতীয় গাছটি কাটার পর গাছটি তার ওপর পড়ে যায়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে জানা যায় হাসপাতাল সূত্রে৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিশালগড় অগ্ণিনির্বাপক দপ্তরে৷ বিশালগড় থেকে অগ্ণিনির্বাপক দফতরের কর্মীরা রক্তাক্ত অবস্থায় মোস্তাক আলী(৪৫)কে হাসপাতালে নিয়ে আসে৷ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মোস্তাক আলীকে মৃত বলে ঘোষণা করেন৷ মৃত ব্যক্তির স্ত্রী এবং আড়াই বছরের একটি শিশু সন্তান রয়েছে৷ মোস্তাক আলী মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে৷