নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারি৷৷ পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী খাদ্য ও কাজের দাবীতে আগরতলা পুর নিগমের কমিশনারের কাছে ডেপুটেশন দিল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি৷ তবে, ডেপুটেশনের আগে নারী সমিতির তরফে আগরতলা শহরে একটি মিছিল সংগঠিত করা হয়েছে৷
কাজ, খাদ্য, পানীয় জল, ভাতা প্রদান ,বেহাল রাস্তা ঘাটের সংস্কার, বর্ধিত বিদ্যুৎ মাসুম প্রত্যাহার করা সহ আশু জরুরি সাত দফা দাবির ভিত্তিতে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে শুক্রবার রাজধানী আগরতলা শহরে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়৷ মিছিল শেষে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য দাসের নেতৃত্বে প্রতিনিধি দল আগরতলা পৌর নিগমের কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেন৷ মিছিলটি সিপিআইএম সদর জেলা কমিটির অফিসের সামনে থেকে শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সিটি সেন্টারে পুরো নিগমের প্রধান প্রশাসনিক কার্যালয়ের সামনে এসে সমবেত হয়৷ সেখান থেকে এক প্রতিনিধি দল পুরো নিগমের কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশনে ও স্মারকলিপি তুলে দেন৷
ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান উপলক্ষে আয়োজিত জমায়াতের সাংবাদিকদের মুখোমুখি হয়ে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য রমা দাস বলেন দেশব্যাপী আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে রাজ্যেও আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ তিনি বলেন গত ৮ ফেব্রুয়ারি থেকে আগরতলা পৌর নিগমএলাকার বিভিন্ন ওয়ার্ডের নারীরা চারটি জোনাল অফিসে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছেন৷শুক্রবার পৌর নিগমের কমিশনারের কাছে দাবি সনদ তুলে দিয়ে এসব দাবি পূরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে৷ নারী নেত্রী রমাদাস অভিযোগ করেছেন সরকার পরিবর্তনের পর রাজ্যের বহু সংখ্যক সামাজিক ভাতা কেটে দেওয়া হয়েছে৷
অবিলম্বে তাদের জন্য পুনরায় ভাতাচালু করার দাবি জানিয়েছেন তিনি৷ নারী নেত্রী বলেন রাজ্যে কাজ ও খাদ্যের অভাব দেখা দিয়েছে৷ বিশেষ করে করুণা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে গরিব মেহনতী শ্রমিক অংশের মানুষ অর্থনৈতিক দিক দিয়ে মারাত্মক সমস্যার সম্মুখীন হয়েছেন৷রেগা প্রকল্পে বছরে ২০০ দিনের কাজ এবং মজুরি ৩৪০ টাকা করার জন্য তিনি দাবি জানিয়েছেন৷ নারীনেত্রী রমা দাস জানিয়েছেন অবিলম্বে এসব বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন৷

