চামোলি (উত্তরাখণ্ড), ১২ ফেব্রুয়ারি (হি.স.): হাল ছাড়তে নারাজ উদ্ধারকারী দল ও প্রশাসন। উত্তরাখণ্ডের চামোলি জেলার তপোবন সুড়ঙ্গে শুক্রবার উদ্ধারকাজ ষষ্ঠ দিনে পড়ল। সুড়ঙ্গে আটকে থাকা মানুষজনের প্রাণ বাঁচানোর অক্লান্ত চেষ্টা চালিয়েই যাচ্ছেন আইটিবিপি, সেনাবাহিনী, এনডিআরএফ এবং এসডিআরএফ-এর যৌথ বাহিনী। গত রবিবারের বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই ২০৪ জনের। পাশাপাশি শুক্রবার দুপুর পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হল ৩৭।
শুক্রবার উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিপর্যয়ের ঘটনায় এখনও নিখোঁজ পর্যন্ত ২০৪ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার হয়েছে ৩৭টি দেহ। চামোলি জেলার জেলাশাসক স্বাতী এস ভাদোরিয়া জানিয়েছেন, “৩৭টি দেহ উদ্ধারের পাশাপাশি দু’জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার মৈথানা গ্রামের কাছে নদীর তীর থেকে উদ্ধার হয়েছে একটি দেহ।” দিন-রাত এক করে উদ্ধারকাজ চালিয়েই যাচ্ছে আইটিবিপি, সেনাবাহিনী, এনডিআরএফ এবং এসডিআরএফ-এর যৌথ বাহিনী। কিন্তু, সুড়ঙ্গের মুখ কাদা, পাথরে আটকে রয়েছে। তাই আড়াই কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের ভিতরে ঢুকতেই বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের।