BRAKING NEWS

মজুরীর দাবীতে রেগা শ্রমিকদের বিক্ষোভ মাতাবাড়ি ব্লক অফিসে

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১০ ফেব্রুয়ারি৷৷ এম এন রেগা প্রকল্পে কাজ করে সঠিক মুজুরি পাচ্ছেন না শ্রমিকরা৷ কেউ কেউ কাজ না করেও মুজুরি পেয়ে যাচ্ছে বুধবার দুপুরে এই অভিযোগ তুলে কিছু মহিলা রেগা শ্রমিক মাতাবাড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসের সামনে বসে বিক্ষোভ দেখায়৷ বেশ কিছুদিন ধরেই মাতাবাড়ি রেগা শ্রমিকদের ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিলো৷ আজ দুপুরের পর থেকে শতাধিক মহিলা রেগা শ্রমিক রেগার কাজের সরঞ্জাম কোদাল টুকড়ি সহ ব্লকের সামনে বসে পড়েন এবং মাতাবাড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ দাসের নিকট তালবাহানার কারন জানতে চেয়ে হৈ চৈ শুরু করেন৷

যদিও পরে বিডিও সৌরভ দাস সহ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন কুমার সেন রেগা শ্রমিকদের কোন রকমে বুঝিয়ে সুজিয়ে বিক্ষোভস্থল থেকে বাড়ি পাঠান৷ মাতাবাড়ি পঞ্চায়েত এলাকার ৩,৪,৬ নং ওয়ার্ডের রেগা শ্রমিকরা বুধবার রেগার কাজ করতে গেলে পঞ্চায়েত সচিব তাদের বলে মুজুরি ১০০টাকার বেশি পাওয়া যাবে না৷ আগেও তারা প্রাপ্য মুজুরি থেকে বঞ্চিত৷ ক্ষোভ তৈরী হয় তাদের মধ্যে৷ দলবেঁধে তারা ব্লকে চলে আসে৷ যদিও তখন ব্লকে বিডিও ছিলেন না৷ খবর পেয়ে বিডিও ব্লকে এসে কথা বলেন শ্রমিকদের সাথে৷ শ্রমিকদের স্পষ্ট বক্তব্য তারা সঠিক কাজ করেও ২০৫ টাকা মুজুরি পাচ্ছেন না৷ কখনও ১৩০ টাকা বা তার কম মুজুরি তাদের দেওয়া হচ্ছে৷ তাদের রেগার মাস্টার রোল দেখানো হয় না৷ দেখা যায় একদিনও কাজ করে নি এরকম লোক মজুরি পেয়ে যাচ্ছেন৷পরে সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ দাস বলেন অভিযোগগুলি ক্ষতিয়ে দেখা হবে৷ কাজের জায়গায় রেগা শ্রমিকদের পূর্ন মুজুরি পাওয়ার মতো কাজ করতে হবে, তারজন্য জি আর এসরা জায়গা পরিমাপ করে দেবেন৷ শ্রমিকদের এই বিক্ষোভকেও বিজেপি পরিচালিত মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন সেন বিরোধীদের চক্রান্ত বলে দাবি করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *