ঘাড়মুড়া (অসম), ১০ ফেব্রুয়ারি (হি.স.) : কাছাড় ও করিমগঞ্জের মিজোরাম সীমান্তের পর এবার হাইলাকান্দি জেলার সীমান্তে সশস্ত্র হামলা চালিয়েছে মিজো দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে হাইলাকান্দি জেলার অসম-মিজোরাম সীমান্তবর্তী কচুরতল গ্রামে ২০-এর বেশি পরিবারের বাড়ি-ঘরে অগ্নিসংযোগের ঘটনা সংগঠিত করেছে মিজো দুষ্কৃতীরা। অপরদিকে এপারের উত্তেজিত নাগরিকরা মিজোরামের ছয়টি ঘর জ্বালিয়ে দিয়েছেন। অগ্নিসংযোগ করেই মিজোরা ক্ষান্ত থাকেনি, বেশ কয়েক রাউন্ড গোলাবর্ষণও করেছে। এ ঘটনায় কয়েকজন আহতও হয়েছেন বলে প্ৰাপ্ত খবরে প্ৰকাশ।
ঘটনার সূত্রপাত দক্ষিণ অসমের হাইলাকান্দি জেলার কচুরথল গ্রামে। গত রাতের সংঘৰ্ষে অসম ভূখণ্ডে বসবাসরত বাসিন্দাদের সঙ্গে মিজো দুষ্কৃতীদের সংঘৰ্ষ হয়। ঘটনার জন্য অসম ভূখণ্ডের বাসিন্দারা স্থানীয় এবং মিজো উভয় পক্ষকেই দোষারোপ করেছেন।
গতরাতের সংঘৰ্ষে কতজন আহত হয়েছেন সে হিসাব পাওয়া যায়নি। তবে দশজন জখম হয়েছেন বলে জানা গেছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে কচুরথলে এই খবর লেখা পর্যন্ত ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে আধাসেনা টহল দিচ্ছে। ছুটে গেছেন সাধারণ ও পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিকরা।

