কাবুল, ৬ ফেব্রুয়ারি (হি.স.): ফের বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। শনিবার সকালে কাবুলের পিডি-১-এর অন্তর্গত বাঘ-ই-কাজী এলাকায় অবস্থিত একটি দোকানে তীব্র শব্দে বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে জখম হয়েছেন মোট ৬ জন, তাঁদের মধ্যে ৩ জন আফগান হিন্দু। কী ধরনের বিস্ফোরণ ছিল, সে বিষয়ে বিশেষ কিছু জানা যায়নি।
কাবুল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল ৯.৪০ মিনিট নাগাদ পিডি-১-এর অন্তর্গত বাঘ-ই-কাজী এলাকায় অবস্থিত একটি দোকানে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে ৩ জন আফগান হিন্দু-সহ ৬ জন জখম হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।