নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারি৷৷ গেইল ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে আগরতলা মিউনিসিপাল কপর্োরেশনের হেলথ মিশন ডাইরেক্টর ডক্টর সিদ্ধার্থ শিব জয়সোয়াল এর হাতে তুলে দেওয়া হয়েছে কোভিদ ভ্যাকসিন মজুদ রাখার জন্য ফ্রিজ৷ এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এইসব ফ্রিজ তুলে দেওয়া হয়৷
গেইল ইন্ডিয়া লিমিটেড রাজ্যের জনগণের পাশে দাঁড়ানোর নজির হিসেবে আগরতলা মিউনিসিপাল কপর্োরেশনের হেলথ মিশন ডাইরেক্টর ডক্টর সিদ্ধার্থ জয়সোয়াল এর হাতে তুলে দেওয়া হয়েছে বেশ কিছু সংখ্যক প্লিজ৷ করোনা ভাইরাস মোকাবেলায় ভ্যাকসিন প্রদানের জন্য ভ্যাকসিন মজুদ রাখার জন্যই এসব ফ্রিজ প্রদান করা হয়েছে৷ গেইল ইন্ডিয়া লিমিটেডের আগরতলা অফিসের অফিসার ইনচার্জ জেনারেল ম্যানেজার বিশ্বজিৎ দেবর্মা এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান৷
তিনি বলেন গেইল ইন্ডিয়া লিমিটেড ত্রিপুরায় গ্যাস পাইপ লাইনের কাজ করে চলেছে৷ এখানে গেইল ইন্ডিয়া লিমিটেড ভালো ব্যবসা করছে৷ সে কারণেই স্থানীয় জনগণের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে এল ইন্ডিয়া লিমিটেড৷ সিআরসি প্রজেক্ট এ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন৷করোনাভাইরাস মোকাবেলার জন্য ভ্যাকসিন মজুদ রাখার স্বার্থে ৩৭ দশমিক ০৬ লক্ষ টাকা ব্যয়ে এইসব ফ্রিজ প্রদান করা হয়েছে৷
গেইল ইন্ডিয়া লিমিটেড এর দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ জেনারেল ম্যানেজার বিশ্বজিৎ দেববর্মা আরো জানান শুধু ফ্রিজ প্রদান নয়, রাজ্যের জন্য আরও বেশকিছু প্রকল্পে অর্থ ব্যয় করেছে গেইল ইন্ডিয়া লিমিটেড৷ দিব্যাঙ্গ দের জন্য সাড়ে ২৩ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে গত অক্টোবর মাসে৷ এই প্রকল্পের প্রাপকদের জন্য চলন সামগ্রী বিতরণ করা হয়েছে৷
শুধু তাই নয়, সিপাহীজলা জেলায় ৬টি-টয়লেট নির্মাণের জন্য ১২ লক্ষ টাকা এবং পশ্চিম জেলায় টয়লেটের জন্য ১০লক্ষ টাকা ব্যয় করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন৷ গেইল ইন্ডিয়া লিমিটেড ব্যবসা করার পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলেও তিনি জানিয়েছেন৷

