নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারি৷৷ জিরানিয়া এলাকাতে ইট বোঝাই লরির চাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃত শিশুটির নাম নন্দনকুমার৷ সে ইটভাটা শ্রমিক এর সন্তান৷ বাড়ি বিহারে৷ শিশুটির বাবা ইটভাটায় কাজ করতো৷
ইটভাটা থেকে ইট নিয়ে যাবার সময় লরির ধাক্কায় ছিটকে পড়ে ইটভাটার শ্রমিক এর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়৷ দুর্ঘটনার পর ইটভাটা শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ লরি চালককে আটক করে উত্তেজিত জনতা উত্তম-মধ্যম দেন৷ তাতে গাড়ির চালক গুরুতর ভাবে আহত হয়েছ৷ আশঙ্কাজনক অবস্থায় গাড়ির চালককে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে পুলিশ৷ চালকের অসাবধানতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷

