নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : এবার গল্ফের মাঠে জুটি বাঁধলেন ক্রিকেটের ২২ গজের গুরু-শিষ্য শচিন তেন্ডুলকার ও যুবরাজের সিং । একাধিক ক্রিকেটার অবসরের পর নিজেদের ব্যস্ত রেখেছেন গল্ফ খেলাতে। এবার সেই গল্ফ কোর্সে দেখা গেল শচিন তেন্ডুলকর ও যুবরাজ সিংকে । সোশ্যাল মিডিয়াতে দুই প্রাক্তন ক্রিকেটারই একে অপরকে ট্যাগ করে পোস্ট করলেন।
সচিন তাঁর অফিসিয়াল ইন্সটাগ্রামে যুবরাজের সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন ‘ক্রিকেট থেকে গল্ফ একসঙ্গে অনেকটা পথ পেরিয়ে এসেছি আমরা যুবি!’ সেই পোস্টে যুবরাজ বেশ মজার ছলে লেখেন ‘যেখানে গুরু যাবেন, শিষ্যও সেখানেই হাজির হবে এটাই স্বাভাবিক।’ নেট দুনিয়ায় মুহূর্তের মধ্যে সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে।