ঢাকা, ৪ ফেব্রুয়ারি(হি.স.) :বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তথা তৎকালীন বিরোধী নেত্রী শেখ হাসিনার কনভয়ে হামলার ঘটনায় বিএনপির প্রাক্তন সাংসদ হাবিবুল ইসলাম হাবিবসহ তিনজনকে ১০ বছর করে কারাদণ্ড ও অন্য ৪৭ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। সর্বনিম্ন সাজা দেওয়া হয়েছে চার বছর। দীর্ঘ ১৮ বছর আগের ঘটনায় বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবির এই রায় দিয়েছেন। এই হামলার ঘটনায় সাজাপ্রাপ্ত ১৬ জন আসামী অবশ্য পলাতক রয়েছে।
২০০২ সালের ৩০ অগস্ট সাতক্ষীরায় একজন মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে হাসপাতালে দেখে মাগুরায় ফিরছিলেন তৎকালীন বিরোধীদলীয় নেত্রী তথা আওয়ামি লিগ সভানেত্রী শেখ হাসিনা। কলারোয়ায় তাঁর গাড়ির কনভয় পৌঁছতেই রাস্তার উপরে একটি বাস আড়াআড়ি দাঁড় করিয়ে দিয়ে পথ রোধ করা হয়। জটলার মধ্যে আচমকাই শেখ হাসিনার গাড়ি লক্ষ্য করে হামলাকারীরা ইট ও পাথর ছুঁড়তে শুরু করে। হামলার ঘটনায় বরাতজোরে শেখ হাসিনা রক্ষা পেলেও তাঁর সফরসঙ্গী অনেকে গুরুতর জখম হন।
ঘটনার দু’দিন বাদে ২ সেপ্টেম্বর কলারোয়ার মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেমউদ্দিন বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। ওই আবেদনে তিনি অভিযোগ করেন, কলারোয়া উপজেলা বিএনপির সভাপতি ও তৎকালীন সাংসদ হাবিবুল ইসলাম হাবিবের নির্দেশেই বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা শেখ হাসিনার উপরে ওই হামলা চালিয়েছিলেন। ২০১৪ সালের ১৫ অক্টোবর হাইকোর্টের নির্দেশে মামলাটি এফআইআর হিসেবে গণ্য হয়। মামলার তদন্তকারী আধিকারিক শফিকুর রহমান ৫০ জনের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করেন। গত ২৭ জানুয়ারি দু’পক্ষের সওয়াল জবাব শেষে ৩৪ জন আসামীর জামিন বাতিল করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক হুমায়ূন কবীর।