সভা চলাকালীনই মঞ্চ ভেঙে পড়লেন কৃষক নেতা রাকেশ টিকাইত

চণ্ডিগড়, ৩ জানুয়ারি (হি. স.) :   হরিয়ানার  কৃষক মহাপঞ্চায়েত সভা চলাকালীনই মঞ্চ ভেঙে পড়ে গেলেন কৃষক নেতা রাকেশ টিকাইত ।  এই সভায় বুধবার উপস্থিত ছিলেন ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ। আচমকাই তিনি ও অন্য নেতারা মঞ্চ ভেঙে পড়ে যান। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। এদিন কান্দেলা গ্রামের মহাপঞ্চায়েতের স্টেডিয়ামে উপচে পড়েছিল ভিড়। প্রবল ভিড়ের মধ্যেই মঞ্চে ওঠেন রাকেশ। তারপরই ঘটে যায় বিড়ম্বনা। আচমকাই ভেঙে পড়ে মঞ্চ। জনতার মধ্যেও শোরগোল পড়ে যায়।  

প্রসঙ্গত, দিল্লি সীমান্তে চলতে থাকা কৃষক আন্দোলনের সময় থেকেই হরিয়ানার গ্রামগুলিতে মহাপঞ্চায়েতের আয়োজন করা হচ্ছে। সেখানে কৃষি আইন ও তার ফলে কৃষকদের কী কী সমস্যা হতে পারে তা নিয়ে আলোচনা হয়। হরিয়ানার পাশাপাশি উত্তরপ্রদেশেও এই ধরনের মহাপঞ্চায়েতের আয়োজন করা হচ্ছে।