পাচারের জন্য মজুত বিস্তর নেশা সামগ্রী সহ গ্রেপ্তার ছয়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি৷৷ আগরতলা রেলস্টেশন সংলগ্ণ এলাকার একটি বাড়ি থেকে প্রচুর পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করেছে আমতলী থানার পুলিশ৷জানা যায় আমতলী থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রেলস্টেশন সংলগ্ণ এলাকার একটি বাড়িতে হানা দেয়৷ ওই বাড়িতে হানা দিয়ে তারা পাঁচটি বেগে শুকনো গাঁজা পান৷ ওই বাড়ির মালিকের কাছ থেকে পুলিশ জানতে পারে বিহারের কিছু লোকজন ওই বাড়িতে থাকতো৷ তারাই ব্যাগগুলি এখানে রেখেছে৷ আরএনএ করে তারা বিহারে চলে যাওয়ার কথা ছিল৷


সেই সূত্র ধরে আমতলী থানার পুলিশ সিভিল ড্রেসে রেলস্টেশন এলাকায় নজরদারি শুরু করে৷ সে অনুযায়ী রেলস্টেশন থেকে সন্দেহভাজন ছয়জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ৷জিজ্ঞাসাবাদে তারা গাজার বেগ রেলস্টেশন সংলগ্ণ একটি বাড়িতে রাখার কথা স্বীকার করে৷ সে অনুযায়ী তাদেরকে গ্রেফতার করা হয়৷ উদ্ধার করা গাজার পরিমান ২১ কেজি ৮০০ গ্রাম৷ আনুমানিক বাজার মূল্য পাঁচ লক্ষাধিক টাকা৷ পুলিশ এ ব্যাপারে আটক ৬ যুবকের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করেছে৷সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে আমতলী থানার পুলিশ অভিযান চালানোর ফলে পাচারকারীদের প্রয়াস ব্যক্ত হয়েছে৷

উল্লেখ্য রাজ্য থেকে গাজা রেলপথ সহ নানা কৌশলে বহির রাজ্যে প্রতিনিয়ত পাচার হচ্ছে৷ ত্রিপুরায় ব্যাপকহারে গাঁজার চাষ হয়৷ত্রিপুরার মাটিতে উৎপাদিত গাজা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সহ দেশের বিভিন্ন রাজ্যে পাচার হচ্ছে৷গাঁজা চাষ এবং গাজা বাজারজাত করা আইনত নিষিদ্ধ সত্ত্বেও একাংশের অতি মুনাফালোভী লোকজন অতি মুনাফার লোভে এই ধরনের ঝুঁকিপূর্ণ চাষ ও গাঁজা পাচার অব্যাহত রেখেছে৷ পুলিশ গত কয়েকমসে প্রচুর পরিমাণ গাজার ধবংস করে দিতে সক্ষম হয়েছে৷ গাঁজা পাচার বন্ধ করার জন্য পুলিশ ও নিরাপত্তা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে৷আমতলী থানার পুলিশ ও আজ ভোর রাতে অভিযান চালিয়ে আগরতলা রেল স্টেশন থেকে গাঁজা উদ্ধার করে সাফল্যের নজির স্থাপন করেছে৷