ছাঁটাই শিক্ষকদের উপর রাষ্ট্রীয় শক্তি বর্বরোচিত আক্রমণ করেছে : সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি৷৷ ১০৩২৩ নিয়ে মায়াকান্না করছে সিপিএম৷ শুধু তাই নয় দরদ যেন এখন উৎলে উঠছে এমনটাই নজরে আসল বুধবর সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাশের সাংবাদিক সম্মেলনে৷ তিনি অভিযোগ করেন, ছাঁটাই শিক্ষকদের উপর রাষ্ট্রীয় শক্তি বর্বরোচিত আক্রমণ করেছে৷ এদিন যা করা হয়েছে তা এককথায় অমানবিক, অগণতান্ত্রিক৷ তাদের দাবি পূরণ করা হয়নি৷ নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিলো৷ এবার প্রতিশ্রুতি রক্ষা করুক সরকার, দাবি গৌতম দাশের৷


তিনি পুরো ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেছেন, এদিন মহিলাদের উপর পুরুষ পুলিশ টিএসআর লাঠি চার্জ করেছে৷ অমানবিক আচরণ করেছে৷ মহিলাদের তলপেটে লাথি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন গৌতম দাশ৷ তিনি বলেন, ঠান্ডার দিনে এইভাবে জলকামান ছোঁড়া হয়েছে সেটা মেনে নেওয়া যায় না৷ ফ্যাসিস্ট সুলভ আচরণ সংগঠিত হলো চাকরিচ্যুতদের উপর৷

গৌতম দাশ অভিযোগ করেন, বিধায়ক ডাঃ দিলীপ দাস আইজিএম হাসপাতালে গিয়ে অনৈতিক ভাবে হস্তক্ষেপ করেছেন৷ যারা আক্রান্ত হয়েছে তাদেরকে আইজিএম হাসপাতালে ভর্তি করানো হয়৷ অনেককে চিকিৎসা করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে৷ কিন্তু ডাঃ দিলীপ দাসের কারণে তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়৷ ভর্তি রাখা হচ্ছে না৷ এই বিষয়টি উল্লেখ করে গৌতম দাশ আরো বলেন, এই সময়ের মধ্যে যারা আক্রান্ত হয়েছেন তাদের আর ভর্তি করানো হচ্ছে না৷ এমনিতেই ছেড়ে দেওয়া হচ্ছে৷ বিষয়টি উল্লেখ করে তিনি আরো বলেন, এদিন যা ঘটেছে তা এই রাজ্যের বুকে কখনোই ঘটেনি৷