লালকেল্লায় পতাকা ওড়ালেন বিক্ষোভকারী কৃষকরা, নিন্দা করলেন থারুর

নয়াদিল্লি, ২৬ জানুয়ারি (হি.স.): লালকেল্লায় জাতীয় পতাকার জায়গায় কৃষকদের নিজস্ব পতাকা উত্তোলনের নিন্দা করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর । মঙ্গলবার কংগ্রেস সাংসদ শশী থারুর ট্যুইট করে ঘটনার নিন্দা করেন বলেন, লালকেল্লায় পবিত্র তেরঙ্গাই থাকা উচিত, আর কোনও পতাকা নয়। তিনি আজকের হিংসাত্মক ঘটনাবলীকে চরম দুর্ভাগ্যজনক আখ্যা দেন ।

আজ মঙ্গলবার দেশের ৭২তম প্রজাতন্ত্র দিবস । আর আজকের দিনেই আন্দোলনরত কৃষকরা লালকেল্লার ভিতরে ঢুকে লালকেল্লার গম্বুজের উপর থেকে থেকে ভারতের জাতীয় পতাকা খুলে কৃষক আন্দোলনের পতাকা উড়িয়ে দেন। লালকেল্লার সামনের দিকের খুঁটিতেও উড়িয়ে দেওয়া হয় তাঁদের পতাকা। এই ঘটনার তীব্র নিন্দা করেন কংগ্রেস সাংসদ শশী থারুর ট্যুইট করে লালকেল্লায় জাতীয় পতাকার জায়গায় কৃষকদের নিজস্ব পতাকা উত্তোলনের নিন্দা করেছেন, বলেছেন, লালকেল্লায় পবিত্র তেরঙ্গাই থাকা উচিত, আর কোনও পতাকা নয়। তিনি আজকের হিংসাত্মক ঘটনাবলীকে চরম দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে বলেন, গোড়া থেকেই কৃষকদের প্রতিবাদ সমর্থন করেছি, কিন্তু আইনশৃঙ্খলাহীনতাকে সমর্থন করতে পারি না এবং তাও প্রজাতন্ত্র দিবসে!

 পাশাপাশি তিনি লেখেন, এক প্রতিবাদীর মৃত্যুর খবর জেনে দুঃখ পেয়েছি। আমি একমত, প্রতিবাদী আন্দোলনকারী ও কর্তৃপক্ষ, উভয় পক্ষেরই উচিত হিংসা এড়িয়ে চলা। এতে কোনও সমাধানই হয় না, রাষ্ট্রকেও তার শত্রুদের স্তরেই নামিয়ে আনে। অবশ্যই বলপ্রয়োগ নয়, গণতান্ত্রিক উপায়েই আমাদের এই সঙ্কটের মীমাংসা করতে হবে।

দিল্লিতে কড়া নিরাপত্তা সত্ত্বেও মঙ্গলবার গেট ভেঙে লালকেল্লার ভিতরে ঢুকে পড়েছেন বিক্ষোভকারী কৃষকরা। নিরাপত্তা বলয় ভেঙে ২০টি ট্রাক্টর নিয়ে লালকেল্লায় ঢুকে পড়েন আন্দোলনকারী কৃষকরা। প্রথমে এক বিক্ষোভকারী লালকেল্লার গম্বুজের উপর পতাকা উড়িয়ে দেন। লালকেল্লার সামনের দিকের খুঁটিতেও উড়িয়ে দেওয়া হয় কৃষকদের নিজস্ব পতাকা  । যার নিন্দা করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর।