BRAKING NEWS

দেশের ভবিষ্যত প্রজন্ম মহামারী মোকাবিলায় দুর্দান্ত ভূমিকা নিয়েছে : মোদী

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি (হি.স.): করোনা মহামারী মোকাবিলায় দেশের ভবিষ্যত প্রজন্ম দুর্দান্ত ভূমিকা নিয়েছে। সাবান দিয়ে ২০ সেকেন্ড হাত ধোঁয়ার বিষয়টি সর্বপ্রথম শিশুরাই অনুধাবন করেছিলেন। সোমবার প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরষ্কার বিজয়ীদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরষ্কার বিজয়ীদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২১, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরষ্কারে পুরস্কৃত করা হয়েছে ৩২ জনকে। উদ্ভাবন, শিক্ষা, খেলাধুলা, কলা ও সংস্কৃতি, সমাজসেবা এবং সাহসিকতার ক্ষেত্রে শিশুদের ব্যতিক্রমী দক্ষতা এবং অসামান্য সাফল্যের এই পুরষ্কার দেওয়া হয়।


এদিন বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরষ্কার বিজয়ীদের প্রত্যেককে অভিনন্দন। আপনাদের মতো আমিও, প্ৰত্যেকের সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। প্রিয় বাচ্চারা, আপনারা যে কাজ করেছেন, আপনারা যে পুরস্কার পেয়েছেন তা বিশেষ, কারণ আপনারা করোনা পরিস্থিতিতে এই সমস্ত কাজ করেছেন। কেউ খেলার জগতে দেশের নাম উজ্জ্বল করেছেন, কেউ কেউ এখন থেকেই রিসার্চ ও গবেষণা করছেন। করোনা আপনাদের সকলকে নিশ্চিতভাবে প্রভাবিত করেছে, কিন্তু একটি বিষয় আমি লক্ষ্য করেছি, দেশের ভবিষ্যত প্রজন্ম এই মহামারী মোকাবিলায় দুর্দান্ত ভূমিকা নিয়েছে। সাবান দিয়ে ২০ সেকেন্ড হাত ধোঁয়ার বিষয়টি সর্বপ্রথম শিশুরাই অনুধাবন করেছিলেন। প্রধানমন্ত্রী আরও বলেছেন, আপনাদের সফলতা অনেককেই উৎসাহিত করেছে। আপনাদের বন্ধুবান্ধব এবং দেশের অন্যান্য শিশু, যারা আপনাদের টিভিতে দেখছে, তারাও আপনার কাছ থেকে অনুপ্রেরণা নেবে।


প্রধানমন্ত্রী সঙ্গে কথা বলার সময় কাম্য কার্তিকেয়ান নামে একজন পুরষ্কারজয়ী (খেলা) বলেছেন, ‘মহামারীর মধ্যেও প্রশিক্ষণ জারি রেখেছিলাম আমি। এই বছরের শেষের দিকে উত্তর আমেরিকার মাউন্ট ডেনালিতে আরোহণ করব।’ প্রধানমন্ত্রী তাঁকে জানান, ‘চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তরিত করেছেন আপনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *