নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারি৷৷ স্বাধীনতা সংগ্রামী নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মদিনটিকে দেশ প্রেম দিবস হিসাবে পালন করলো ত্রিপুরা রাজ্য বামফ্রন্ট কমিটি৷ রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় দিনটিকে পালন করা হয়৷
সেখানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার, বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী, বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর, সিপিআইএম রাজ্য কমিটির অন্যতম সদস্য নারায়ন কর সহ অন্যান্যরা৷ দেশ প্রেম দিবসে নেতাজী সুভাষ চন্দ্র বসুর পতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিরোধী দলনেতা মানিক সরকার সহ সেখানে উপস্থিত বামফ্রন্ট নেতৃত্ব ও কর্মী সমর্থকরা৷ এইদিন স্বাধীনতা সংগ্রামী নেতাজী সুভাষ চন্দ্র বসুর সম্পর্কে বলতে গিয়ে বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর জাতির জনক মহাত্মা গান্ধীর মতাদর্শ নিয়ে এক প্রকার প্রশ্ণ তুলে দেন৷