পাটনা, ২২ জানুয়ারি (হি. স.) : সোশ্যাল মিডিয়ায় সরকারের সমালোচনা করলে তা ‘শাস্তিযোগ্য অপরাধ’বলে বিবেচিত হবে । এমনই সিদ্ধান্ত নিয়েছে বিহার সরকার । শুক্রবার প্রশাসনের তরফে জানানো হয়, সোশ্যাল মিডিয়ায় গঠনমূলক সমালোচনা করা যেতেই পারে। কিন্তু অপমানজনক কথাবার্তা, গুজব ছড়ালেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি প্রকাশ্যে আসার পরই তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব।
নীতীশ সরকার জানায়, সোশ্যাল মিডিয়ায় সরকারের বিরুদ্ধে আপত্তিজনক বা মানহানিকর পোস্ট করলে তা এবার থেকে শাস্তিযোগ্য সাইবার অপরাধ বলে গণ্য হবে বিহারে। শুধুমাত্র সরকারের বিরুদ্ধেই নয়, সরকারি আধিকারিক বা কোনও মন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের পোস্ট করলেও শাস্তির মুখে পড়তে হতে পারে।
এই বিষয়টি প্রকাশ্যে আসার পর তুমুল সমালোচনা শুরু হয়। তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব। খোদ মুখ্যমন্ত্রীর সমালোচনা করে পোস্ট করেন তিনি। শেষে লেখেন, “এবার আমাকে গ্রেফতার করুক বিহার পুলিশ।” শুধু তেজস্বী নন। বিহারের মুখ্যমন্ত্রীর নয়া নীতিতে ক্ষুব্ধ আমজনতাও।
যার জেরে সুর নরম করেছে নীতীশ কুমারের সরকার। নয়া আইন প্রসঙ্গে অতিরিক্ত ডিরেক্টর জেনারেল জিতেন্দ্র কুমার বলেন, “গণতন্ত্রের জন্য সমালোচনা সবসময় ভাল। তবে গুজব ছড়ানো হলে, কিংবা অপমানজনক কথাবার্তা বললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”