BRAKING NEWS

২১ জানুয়ারি কৃষক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করবেন সুপ্রিমকোর্টের তৈরি করা কমিটি

নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি. স.): সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি হওয়া বিশেষ কমিটি বিক্ষোভরত কৃষকদের সঙ্গে ২১ জানুয়ারি রাজধানী দিল্লিতে বৈঠকে বসবে। মঙ্গলবার এ কথা জানিয়েছেন ওই কমিটির অন্যতম সদস্য অনিল ঘানওয়াট।

এদিন সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অনিল ঘানওয়াট জানিয়েছেন, বিক্ষোভরত কৃষকদেরকে আলোচনার টেবিলে বসানোটাই সবথেকে বড় চ্যালেঞ্জ। কৃষক সংগঠনের নেতাদের সঙ্গে প্রথম বৈঠক ২১ জানুয়ারি ধার্য করা হয়েছে। সেই সকল কৃষক সংগঠনের সঙ্গে বৈঠকে বসা হবে যারা আলোচনার টেবিলে বসতে ইচ্ছুক। মুখোমুখি যারা বসতে ইচ্ছুক নয় তাদের জন্য ভিডিও কনফারেন্সিং এর ব্যবস্থা রাখা হবে। সরকার এসে যদি বৈঠকে অংশগ্রহণ করে তবে তাকে স্বাগত জানানো হবে। সরকার তরফের বক্তব্যও শোনা হবে। সমস্যা সমাধানের ক্ষেত্রে সমস্ত ধরনের প্রচেষ্টা চালানো হবে।

উল্লেখ করা যেতে পারে, ১২ জানুয়ারি নতুন তিনটি কৃষি আইনের ওপর স্থগিতাদেশ জারি করে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। পরিস্থিতির সমাধান এর জন্য কমিটি গড়ার নির্দেশ দেয় আদালত। কৃষকদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের জন্য এই কমিটি গড়ে তোলা হয়েছে। দুই মাসের মধ্যে দেশের শীর্ষ আদালতকে রিপোর্ট দেবে এই কমিটি। কমিটির তরফ স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তারা নিরপেক্ষভাবে কাজ করে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *