নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি. স.): ভারতীয় সীমা লংঘন করে অরুণাচল প্রদেশে চিনা অনুপ্রবেশ এবং বসতি স্থাপন করা নিয়ে রাহুল গান্ধী যে দাবি করেছেন তার পাল্টা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু।
কেন্দ্রীয় মন্ত্রীর দাবি একজন জাতীয় স্তরের নেতা হওয়া সত্বেও কি করে সংবেদনশীল বিষয়ে অজ্ঞাত থাকতে পারেন রাহুল গান্ধী। আসলে লাদাখের পর অরুণাচল প্রদেশের চিনা আগ্রাসন সংবাদের শিরোনামে এসেছে। এ নিয়ে কেন্দ্রের নিন্দায় সরব হয়েছেন রাহুল গান্ধী। সীমান্ত নিয়ে কেন্দ্রের ঢিলেঢালা মনোভাবের জন্যই এমনটা হয়েছে বলে দাবি করেন কংগ্রেসের এই প্রাক্তন সাংসদ।
এই প্রসঙ্গে পাল্টা রাহুলকে কিরেন রিজিজু জানিয়েছেন, মাঝে মধ্যে নিজের দিকে তাকিয়ে দেখা উচিত। অন্যের দিকে অভিযোগের আঙুল তোলার সহজ। নির্ধারিত যে অঞ্চল নিয়ে রাহুল যে দাবি করে চলেছেন তা কংগ্রেসের আমলে চিন দখল করে নিয়েছিল।

