রাজ্যে গণতন্ত্রের উপর আক্রমণ হচ্ছে , রাজ্যপালের সাথে দেখা করে জানালেন বিরোধী পরিষদীয় দলের প্রতিনিধিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি৷৷ বিরোধী পরিষদীয় দলের পক্ষ থেকে ৬ জনের একটি প্রতিনিধি দল সোমবার রাজ্যপালের সাথে সাক্ষাতে মিলিত হন৷ জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় দেখার দায়িত্ব সরকারের৷ কারো কিছু বলার থাকলে সরকারের দৃষ্টিতে নেবে৷ ৩৩-৩৪ মাসে রাজ্যে সিপিআইএম সচেতনভাবে সরকারকে টপকে গিয়ে জনগণের জন্য রাজ্যপালের সাথে দেখা করতে হয়৷ রাজ্যপালের সাথে দেখা করে এসে বিরোধী দলনেতা মানিক সরকার সাংবাদিক সম্মেলনে একথা বলেন৷


তিনি বলেন, ৭ টি বিষয় তুলে ধরা হয় রাজ্যপালের কাছে৷ রাজ্যের পরিস্থিতির অবনতি ঘটেছে৷ তাই রাজ্যপালকে বলা হয়েছে তিনি কার্যকরি ভূমিকা নিতে৷ মানিক সরকার বলেন, গণতন্ত্রের উপর আক্রমণ৷ ব্যক্তিগত স্বাধীনতার উপর আক্রমণ হচ্ছে৷ বিরোধীরা কর্মসূচি গ্রহণ করলে স্বাধীনভাবে করতে দেওয়া হচ্ছে না৷ বিরোধী কার্যালয় গুলি খুলতে দেওয়া হচ্ছে না৷ বিরোধী দলের বিধায়কদের উপর আক্রমণ করা হচ্ছে৷ তাদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে৷ বিধায়ক ভানু লাল সাহা এবং সুধন দাস একাধিকবার আক্রান্ত হয়েছেন৷ ডাক্তার, নার্স, সাংবাদিক পর্যন্ত আক্রান্ত হচ্ছে৷


পুলিশ কোনো নিরপেক্ষ ভূমিকা নিচ্ছে না৷ জন নির্বাচিত প্রতিনিধিরা যদি আক্রান্ত হয় তাহলে আর আছে কি? একনায়কতন্ত্র সরকার চলছে রাজ্যে৷ এ সরকার গণতন্ত্রকে ধবংস করে দিচ্ছে৷ এটা কি আপনার সরকার ? এতে আপনি সন্তুষ্ট ? এ ধরনের একদলীয় ব্যবস্থা বন্ধ করা অত্যন্ত জরুরি৷ তাই রাজ্যপালকে ব্যবস্থা নিতে হবে বলে জানানো হয়েছে বলে জানান তিনি৷ এভাবে চলতে দেওয়া যায় না৷ এগুলো শোনার পর রাজ্যপাল রমেশ বৈশ আশ্বাস দিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী এবং রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে বসে এই বিষয়গুলি সম্পর্কে আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি৷ সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী সহ অন্যান্যরা৷