ট্রাক্টর মিছিল নিয়ে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৮ জানুয়ারি (হি. স.) : দিল্লির বিজ্ঞানভবনে কেন্দ্রীয় সরকারের সঙ্গে একাধিকবার বৈঠকে বসা সত্বেও রফাসূত্র বেরিয়ে না আসার জেরে ২৬ জানুয়ারি দিল্লির বুকে ট্রাক্টর মিছিলের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলির। এনিয়ে রাজনৈতিক মহলে বেশ কয়েকদিন ধরেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় কৃষকদের ট্রাক্টর মিছিলে কোন রকমের হস্তক্ষেপ করবে না আদালত। দিল্লি তে কে আসবে এবং যাবে তা নির্ধারণ করবে পুলিশ বলে জানায় আদালত। কৃষকদের ট্রাক্টর মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারির দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় সরকার। কিন্তু ট্রাক্টর মিছিলের ওপর কোনো রকমের হস্তক্ষেপ করবে না আদালত। প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ অ্যাটর্নি জেনারেলকে জানায় সরকার কেন চাইছে আদালতের থেকে নির্দেশ নিতে। সরকারের উচিত নিজের ক্ষমতাকে ব্যবহার করা। সিদ্ধান্ত নেওয়ার অধিকার পুলিশের রয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে ২০ জানুয়ারি। আদালতে দায়ের করে নিজেদের পিটিশনে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয় বিরোধ প্রদর্শন করে গোটা বিশ্বের সামনে দেশকে অপমানিত করার অধিকার দেওয়া উচিত নয়। সেদিন সমস্ত ধরনের বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা জারি করতে চেয়ে সুপ্রিমকোর্টে পিটিশন দায়ের করে কেন্দ্র।