নয়াদিল্লি, ১৮ জানুয়ারি (হি.স.): প্রায় ১০ মাস পর রাজধানী দিল্লিতে খুলে গেল স্কুল। অবশেষে স্কুল খুলে যাওয়ায় অত্যন্ত খুশি ছাত্র-ছাত্রীরা। খুশি দিল্লির শিক্ষামন্ত্রী তথা উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও। সোমবার সকাল থেকে দিল্লিতে স্কুল খুলে যাওয়ার পর মণীশ সিসোদিয়া জানিয়েছেন, ধীরে ধীরে ছন্দে ফিরছে জীবন। এদিন সকালে কৌটিল্য সরকারি সর্বোদয় বাল বিদ্যালয়ে যান শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়া। সেখানে গিয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মণীশ সিসোদিয়া জানিয়েছেন, ‘পড়ুয়ারা স্কুলে ফিরে আসায় ভীষণ ভালো লাগছে। স্কুল খুলে যাওয়ায় পড়ুয়ারাও খুশি। দীর্ঘ দিন বাড়িতে বসে থাকায় এবং অনলাইন ক্লাস করে তাঁদেরও ভালো লাগছিল না। সমস্ত কোভিড-বিধি মেনেই স্কুল খুলেছে।’
আপাতত দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাসই চলবে দিল্লির স্কুলগুলিতে। সোমবার সকাল থেকেই দিল্লিতে সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সাহায্যপ্রাপ্ত নয় এমন সমস্ত স্কুল খুলে গিয়েছে। স্কুল খুলে গেলেও, কোভিড বিধি মেনে ক্লাস করানোর নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত স্কুলকে। শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়ারাও সতর্ক রয়েছে। এদিন সকালে দিল্লির লেডি ইরউইন সিনিয়র সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে জ্যোতি যাদব জানিয়েছেন, ‘থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে। মাস্ক ও স্যানিটাইজার রাখতে বলা হয়েছে ছাত্র-ছাত্রীদের। মানতে বলা হয়েছে সামাজিক দূরত্ববিধি এবং নিজেদের খাবার ও জল অন্যকে দিতে বারণ করা হয়েছে।’