নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/ গন্ডাছড়া/ তেলিয়ামুড়া, ১৭ জানুয়ারি৷৷ রাজ্যের পৃথক স্থানে নয়জন গুরুতর আহত হয়েছেন৷ রাজ্যে ক্রমাগত যান দূর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় তথ্যাভিজ্ঞ মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে৷
রবিবার বিশালগড় সীপাহিজলা অভয়ারণ্য থেকে বনভোজন করে বাড়ি ফেরার পথে বিশালগড় হাসপাতাল সংলগ্ণ ব্রিজের নিচে পড়ে যায় একটি গাড়ি৷ গাড়িতে দুজন শিশু, দুজন মহিলা ও দুজন যুবক ছিল৷ গাড়িতে ছিল রূপা সরকার (৩৫), মাম্পি দেবনাথ (২১), কৌশিক দেবনাথ (৩১) ও রনি দেবনাথ (১৭) কেউ গুরুতর আহত হয়নি৷ বিশালগড় অগ্ণিনির্বাপক দপ্তরে কর্মীরা উদ্ধার সামগ্রী না নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়৷ পরে স্থানীয় যুবকরা আপ্রাণ চেষ্টায় আহতদের গাড়ি থেকে বের করে৷ গাড়িতে থাকা সবাইকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়৷
এদিকে, বাইক দুর্ঘটনায় গুরুতর আহত স্বামী,স্রী৷ ঘটনাটি ঘটে শনিবার রাতে৷ এই সময় তারা দুই জন বাইকে করে গন্ডাছড়া থেকে পঞ্চরতন নিজ বাড়িতে যাচ্ছিল৷ সরমা বাজার এসডিএম অফিস সংলগ্ণ আসতেই হঠাৎ একটি কুকুর দৌড়ে এসে বাইকের নিচে পড়ে৷ আর তাতে নিয়ন্রন হারিয়ে বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে৷ এতে দুই জনেই গুরুতর ভাবে আহত হয়৷ দুর্ঘটনার পর প্রায় দশ মিনিট রাস্তার পাশে পড়ে থাকে৷ ঘটনার খবর পেয়ে সরমা বাজারে অবসিত শিক্ষক সংঘের অফিস গৃহ থেকে দ্রুত ছুটে আসেন শিক্ষক সংঘের নেতৃত্ব থৈসা মগ, শিক্ষক রাজ কুমার দেবনাথ, কৈশিক রায়, দীপক সাহা, বিজয় রিয়াং৷
শিক্ষক সংঘের নেতৃত্বরা আহতদের সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিল৷ এমন সময় রইস্যাবাড়ি থেকে দলীয় কাজ কর্ম সেরে গন্ডাছড়া ফিরছিলেন প্রাক্তন ইএমতথা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ জনজাতি মোর্চার এডভাইজার সদস্য পতিরাম ত্রিপুরা৷ এই সময় ওনার সঙ্গে ছিলেন বিজেপি যুব মোর্চা গন্ডাছড়া মন্ডল সভাপতি সজল মল্লিক৷ পরে প্রাক্তন ইএম এর গাড়ি করে দ্রুত আহত অবসা তাদের গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ বর্তমানে তাদের গন্ডাছড়া মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে৷ এদিন শিক্ষক সংঘ এবং প্রাক্তন ইএম পতিরাম ত্রিপুরা যেভাবে আহতদের উদ্ধারে এগিয়ে আসল সত্যি গোটা এলাকার মানুষ তাদের এই কাজের জন্য প্রসংসা করেন৷
অন্যদিকে, যান সন্ত্রাসের হিড়িক লেগেছে তেলিয়ামুড়া মহকুমায়৷প্রায় প্রত্যেক দিনই তেলিয়ামুড়া মহাকুমার কোথাও না কোথাও যান সন্ত্রাস অব্যাহত রয়েছে৷ রবিবার ও এর ব্যতিক্রম হয়নি৷ তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দপ্তরের কাছে ২:৩৬ মিঃ নাগাদ কন্টোরল রুম থেকে খবর আসে মুঙ্গিয়াকামী থানাধীন ৪১ মাইল এলাকায় দ্রুত গতিতে থাকা একটি বাইক দুর্ঘটনার কবলে পরে৷ সেই খবর মোতাবেক যথারীতি তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত ২৬ বছর বয়সি আমস রিয়ংকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷
ঘটনার বিবরণে প্রকাশ, তেলিয়ামুড়া দিক থেকে আসা একটি বাস বহিঃ রাজ্যে যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা একটি বাইকের মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়ে৷ তাতে বাইক চালক তথা আমস রিয়ং- এর পায়ে গুরুতর আঘাত লাগে৷ তার আঘাত গুরুতর হওয়ায় তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর আগরতলা জিবি হাসপাতালে প্রেরণ করা হয় উন্নত চিকিৎসার জন্য৷
এদিকে, যান দুর্ঘটনায়লাগাম টানতে ব্যার্থ ট্রাফিক দপ্তর৷ রাজ্যের প্রায় প্রত্যেক দিন কোথাও না কোথাও যান সন্ত্রাস অব্যাহত রয়েছে৷আর বিশেষ করে ত্রিপুরা রাজ্যের তেলিয়ামুড়া মহাকুমায় যান সন্ত্রাসের হিড়িক লেগেছে৷ দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৩৷ রবিবার বিকেলের পর সন্ধ্যায় আরও একটা দুর্ঘটনা তেলিয়ামুড়া মহকুমায়৷
ঘটনার বিবরণে জানা যায়, বিয়ের অনুষ্ঠানে মিষ্টি নিয়ে বিয়ে বাড়ির উদ্দেশ্যে ফেরার পথে উল্টো দিক থেকে বাগানবাজার স্থিত পিসির বাড়ি থেকে বাড়িতে আসার পথে দুটি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে দুই বাইকের মোট তিনজনকে গুরুতর আহত অবস্থায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে এলাকাবাসী৷ ঘটনা দক্ষিণ ঘিলাতলী এলাকায়৷ দুর্ঘটনায় আহত তিনজন হলেন বিশাল দাস (১৬), সবুজ দাস (১৮) এবং অজয় দাস(১৮)৷ এই তিনজনের মধ্যে অজয় দাসের পায়ে গুরুতর আঘাত লাগে৷ তাছাড়া বিশাল দাসের মাথায় হাতে আঘাত পায়৷ এবং সবুজ দাস অল্পবিস্তর আহত হয়৷ তবে দ্রুতগতিতে যান চালানোর ফলে প্রায় প্রত্যেকদিন যে দুর্ঘটনা লেগে রয়েছে সে ক্ষেত্রে নির্বিকার ট্রাফিক দপ্তর৷

