কনকনে ঠাণ্ডায় কাঁবু কাশ্মীর ও লাদাখ, কুলগামে মৃত্যু দু’টি শিশুর

শ্রীনগর ও লেহ, ১৮ জানুয়ারি (হি.স.): হাড় কাঁপুনি ঠাণ্ডা থেকে রেহাই নেই কাশ্মীর উপত্যকার, কনকনে ঠাণ্ডায় কাঁপছে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখও। এমতাবস্থায় আগামী ২৪ জানুয়ারি কাশ্মীর ও লাদাখে পুনরায় তুষারপাতের পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর। আবহবিদরা জানিয়েছেন, আগামী ২২ জানুয়ারি পর্যন্ত শৈত্যপ্রবাহ বজায় থাকবে কাশ্মীর ও লাদাখে। ২৪ জানুয়ারি তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কাশ্মীরে জমে বরফ হয়ে গিয়েছে বিভিন্ন হ্রদ। জমে গিয়েছে পর্যটকদের অত্যন্ত প্রিয় শ্রীনগরের ডাল লেক।

সোমবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৬.৪ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে মাইনাস ৬.৮ ডিগ্রি এবং গুলমার্গের মাইনাস ৬ ডিগ্রি। লাদাখের লেহ শহরে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১১.৩ ডিগ্রি, কার্গিলে মাইনাস ১৮.৮ ডিগ্রি এবং দ্রাসে মাইনাস ২২.১ ডিগ্রি। মাইনাস না হলেও, ঠাণ্ডায় কাঁপছে জম্মু। জম্মুতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৪ ডিগ্রি।

প্রবল ঠাণ্ডা ও শৈত্যপ্রবাহে জম্মু ও কাশ্মীরে কুলগাম জেলায় মৃত্যু হয়েছে দু’টি শিশুর। কুলগাম জেলার দেভসারের বৃণাল লাম্মার এলাকার ঘটনা। মৃত দু’টি শিশুর বাড়ির জম্মুর রিয়েসি জেলায়। তাঁরা বাকেরওয়াল পরিবারের সদস্য ছিল। মৃত দু’টি শিশুর নাম-সাহিল জুবাইর (১০) ও সাজিয়া জান (৬)। রিয়েসির বাসিন্দা বাকেরওয়াল পরিবার দেভসারের বৃণাল লাম্মার এলাকায় তাঁবুর ভিতরে আশ্রয় নিয়েছিল। রবিবার গভীর রাতে প্রবল ঠাণ্ডায় তাঁবুর ভিতরেই মৃত্যু হয় তাঁদের সন্তান সাহিলের। রবিবার মধ্যরাতেই তাঁদের আরও এক সন্তান সাজিয়া অসুস্থ হয়ে পড়ে, সাজিয়াকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার সময় পথেই তাঁর মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *