নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি৷৷ আগরতলার ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালের একটি অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ বর্তমানে শুধুমাত্র জিবি হাসপাতালে ধরনের অক্সিজেন প্লান্ট রয়েছে৷ আইসিএম হাসপাতালে অক্সিজেন প্লান্ট না থাকায় নানা সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের৷ বর্তমানে জিবি হাসপাতাল থেকে অক্সিজেনে আইজিএম হাসপাতালে পরিষেবা প্রদান করতে হয়৷
নতুন এই প্লান্ট চালু করা সম্ভব হলে আইসিএম হাসপাতালে আর কোন সমস্যা থাকবে না৷শুক্রবার আইসিএম হাসপাতাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক ডাক্তার দিলীপ দাস ইঞ্জিনিয়ার সহ আইজিএম হাসপাতালে মেডিকেল হাসপাতাল এলাকা পরিদর্শন করেন৷কোথায় কিভাবে অক্সিজেন প্লান্ট বসালে রোগীদের সুবিধে হবে এইসব বিষয় খতিয়ে দেখা হয়৷শুক্রবার আইসিএম হাসপাতাল পরিদর্শন কালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানরা বিধায়ক ডাক্তার দিলীপ দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান হাসপাতালে অক্সিজেন এর সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্য এই নতুন বসানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷
এই লাইনটি বসানো হলে আর কে নগর থেকে সরাসরি অক্সিজেন আইজিএম হাসপাতালে আসবে বলে তিনি জানান৷ আগামী কয়েকদিনের মধ্যেই এই প্লান্ট বসানোর কাজ শুরু হবে৷এই প্লান্ট বসানোর বিষয়ে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক ডাক্তার দিলীপ দাস ইঞ্জিনিয়ারদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করেন৷ তিনি তথ্য দিতে গিয়ে জানান তারা যে অনেকদিন ধরেই অক্সিজেনের সমস্যা চলছিল৷ আইসিএম হাসপাতাল এই সমস্যা থেকে মুক্ত ছিল না৷
রোগীদের প্রয়োজনমতো অক্সিজেন দিতে না পারলে মৃত্যুর সম্ভাবনা থাকে৷সে কারণে জরুরি ভিত্তিতে অক্সিজেনের যোগান খুবই জরুরী৷দিলীপবাবু আরো জানান ইউএনডিপি প্রজেক্টে রাজ্যের আটটি জেলাতেই এ ধরনের অক্সিজেন প্লান্ট বসানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷এই প্ল্যান্টের টাকা ইউএনডিপি প্রজেক্ট থেকে পাওয়া গেলেও পাইপ বসানোর যাবতীয় খরচ রাজ্য সরকারকে বহন করতে হবে বলে তিনি জানিয়েছেন৷রাজ্য সরকারও রোগী সাধারণের কথা মাথায় রেখে এজন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান তিনি৷