নয়াদিল্লি, ১০ জনুয়ারি (হি. স.): ভারতে বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত ১৮ হাজার ৬৪৫। নিহত ২০১ বলে রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে। জানা গিয়েছে ওই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছে ১৯ হাজার ২৯৯।
দেশজুড়ে সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ১ কোটি ০৪ লক্ষ ৫০ হাজার ২৮৪। বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ২৩ হাজার ৩৩৫। সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৭৫ হাজার ৯৫০।
বর্তমান পরিস্থিতিতে করোনায় সব থেকে খারাপ অবস্থা কেরলের। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬৪ হাজার ৫১৬। তালিকায় পরেই রয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ১২৯।
ভারতের চিকিৎসা বিজ্ঞান গবেষণা পরিষদ আইসিএমআর এর তরফ থেকে জানানো হয়েছে যে এখনো পর্যন্ত দেশজুড়ে সর্বমোট করোনা পরীক্ষা করা হয়েছে ১৮ কোটি ১০ লক্ষ ৯৬ হাজার ৬২২। শুধু মাত্র ৯ জানুয়ারি করোনা পরীক্ষা করা হয়েছে দেশজুড়ে ৮ লক্ষ ৪৩ হাজার ৩০৭।

