আমেরিকার গণতন্ত্র নজিরবিহীনভাবে নিগৃহীত : জো বাইডেন

ওয়াশিংটন, ৭ জানুয়ারি (হি.স.): ওয়াশিংটন ডিসি-তে ইউএস কংগ্রেসের ক্যাপিটল বিল্ডিংয়ে হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন গোটা আমেরিকা। আমেরিকার ভাবী প্রেসিডেন্ট জো বাইডেন ক্যাপিটল বিল্ডিংয়ে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। এই হামলাকে তীব্র নিন্দা করে বাইডেন জানিয়েছেন, ‘আমেরিকার গণতন্ত্র নজিরবিহীনভাবে নিগৃহীত হল।’ দেশবাসীর উদ্দেশে টেলিভিশন বার্তায় তিনি বলেন, “ক্যাপিটল বিল্ডিংয়ের ঘটনা আমেরিকার সত্যিকারের ছবি হতে পারে না। কিছু উগ্রপন্থা মনোভাবাপন্ন মানুষ এ কাজ করেছেন। এটা বিশৃঙ্খলা। এটা প্ররোচনা। আমাদের লক্ষ্য আইন মেনে চলা। একে অপরকে শ্রদ্ধ করা।’


ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা যে কাজটি করেছেন তাঁকে নিছক প্রতিবাদ বলতে নারাজ বাইডেন। তিনি বলেছেন, ‘‘ক্যাপিটলের ভিতর দাপিয়ে বেড়ানো, জানলা ভাঙা, অফিস দখল করা, নির্বাচনী আধিকারিকদের জীবন সংশয়ের মধ্য দাঁড় করানো— এ সবের কোনওটাই নিছক প্রতিবাদ নয়। এ সবই হিংসাত্মক হামলা।’’ সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন বাইডেন। বর্ষীয়ান ডেমোক্র্যাট বলেছেন, ‘‘প্রেসিডেন্ট ট্রাম্পকে এখনই কোনও জাতীয় টিভি চ্যানেলে গিয়ে এই হিংসা থেকে মানুষকে বিরত করতে আবেদন করা উচিত।’’ ট্রাম্প অবশ্য উল্টে সমর্থকদের উদ্দেশে জানিয়েছেন, ‘আমরা তোমাদের ভীষণ ভালোবাসি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *