দুই বন্ধুর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, গ্রেপ্তার এক বন্ধু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি৷৷ সামান্য ঝগড়াকে কেন্দ্র করে এক বন্ধু অপর বন্ধুর ওপর অপর বন্ধু রক্তাক্ত হামলা সংঘটত করায় এক যুবককে গ্রেপ্তার করেছে আগরতলা পূর্ব থানার পুলিশ৷ আটক যুবকের নাম চিরঞ্জিত দাস৷ আক্রান্ত যুবকের নাম বলরাজ সিং৷


সংবাদ সূত্রে জানা গেছে চিরঞ্জিত দাস ও বল রাজ সিং হোয়াটস্যাপ এ কথা বলার সময় দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়৷ এর জের ধরেই চিরঞ্জিত দাস তার বন্ধু বলরাজ সিংকে বেধড়ক মারধর করে৷ তাতে বলরাজ সিংহ আহত হয়৷ এ ব্যাপারে অভিযুক্তের বিরুদ্ধে আগরতলা পূর্ব থানায় অভিযোগ দায়ের করা হয়৷অভিযোগের ভিত্তিতেই চিরঞ্জিত দাস কে গতকাল রাতে আগরতলা পূর্ব থানার পুলিশ তার বাড়ি থেকে আটক করে৷ মামলার তদন্তকারী পুলিশ অফিসার জানিয়েছেন অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *