নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারি৷৷ প্রয়াতঃ আইনজীবী ভাস্কর দেবের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়ার জন্য উচ্চ আদালত অন্তর্বর্তীকালীন আদেশ জারি করেছে৷ উল্লেখ্য গত বছর ৭ মার্চ পথদুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছিলেন আইনজীবী ভাস্কর দেব রায়৷
দমকল বাহিনীর জওয়ানরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও আইনজীবী ভাস্কর দেবরায়ের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ৷বিনা চিকিৎসাতেই আইনজীবী ভাস্কর রায়ের মৃত্যু হয়েছে অভিযোগ এনে জনস্বার্থ সংশ্লিষ্ট মামলা দায়ের করা হয়েছিল৷ এই মামলায় উচ্চ আদালত বেশ কয়েক জনের সাক্ষ্য গ্রহণ করে৷সোমবার উচ্চ আদালত এ বিষয়ে অন্তর্বর্তীকালীন আদেশ জারি করে জানিয়েছে প্রয়াত ভাস্কর দেবের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদানের জন্য৷ অবশ্য এই মামলার চূড়ান্ত রায় এখনো ঘোষণা করা হয়নি৷

