পাচারকারীদের সংঘবদ্ধ হামলায় কমলাসাগরে গুরুতর জখম যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি৷৷ পাচারকারীদের সঙ্গবদ্ধ হামলায় এক যুবক গুরুতর আহত হয়েছে৷ ঘটনাটি ঘটেছে কমলাসাগর বিধানসভা কেন্দ্রের কসবা কালী মন্দির সংলগ্ণ এলাকায়৷ সংবাদ সূত্রে জানা গেছে চারজন পাচারকারী এক যুবককে প্রচণ্ড মারধর করে৷ তাতে ওই যুবক গুরুতর ভাবে আহত হয়েছে৷ আহত যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷


সংবাদ সূত্রে জানা গেছে কসবা সীমান্ত এলাকা দিয়ে প্রায় সময়ই নেশা কারবারিরা নানা সামগ্রী পাচার করে চলেছে৷ নেশা কারবারিদের নেসা পাচার বাণিজ্যে যেকোনো ধরনের আপত্তি জানালেই আপত্তি কারীদের উপর হামলা হুজ্জোতি শুরু করছে পাচারকারীরা৷পাচারকারীদের হামলায় আহত যুবক জানিয়েছে দীর্ঘদিন ধরে বেশ কয়েকজন লোক কসবা সীমান্ত এলাকা দিয়ে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ সমগ্র বাংলাদেশে পাচার করে চলেছে৷

তাতে এলাকার পরিবেশ মারাত্মকভাবে কলুষিত হচ্ছে৷ এসব বিষয়ে আপত্তি জানানোর কারণে ওই যুবকের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ৷কসবা সীমান্ত এলাকা দিয়ে প্রতিনিয়ত পাচার বাণিজ্য অব্যাহত থাকলেও বিএসএফ নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে৷পুলিশ ও বিএসএফের আস্কারা পেয়ে পাচারকারীরা প্রতিনিয়ত এ ধরনের প্রচর বাণিজ্য চালিয়ে যেতে সক্ষম হচ্ছে বলেও অভিযোগ৷অবিলম্বে কসবা সীমান্ত দিয়ে অবৈধ পাচার বন্ধ করার জন্য বিএসএফের উরতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী৷এদিকে পাচারকারীদের হামলায় আহত যুবক ও এলাকাবাসীর তরফ থেকে দাবি জানানো হয়েছে হামলাকারীদের চিহ্ণিত করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে৷ অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন৷ঘটনার পর থেকেই কসবা সীমান্ত এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনাকর পরিবেশ বিরাজ করছে৷যেকোনো সময় কসবা সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে৷