ভারতে নতুন করে করোনায় আক্রান্ত ১৮১৭৭

নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি. স.): ভারতে নতুন করে করোনা আক্রান্ত ১৮ হাজার ১৭৭। নিহত ২১৭ বলে রবিবার জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক। গোটা দেশে সব মিলিয়ে এখনো পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ০৩ লক্ষ ২৩ হাজার ৯৬৫।


সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৪৭ হাজার ২২০। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৯ হাজার ৪৩৫। দেশজুড়ে সুস্থ হয়ে উঠেছে ৯৯ লক্ষ ২৭ হাজার ৩১০। গোটা দেশে করোনা য় সব থেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। সেখানে বিগত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ২১৮। নিহত ৫১। রাজ্যের সক্রিয় আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ১৩৭। এখনো পর্যন্ত এখানে সুস্থ হয়ে উঠেছে ১৮ লক্ষ ৩৪ হাজার ৯৩৫। নিহত ৪৯ হাজার ৬৩১। আক্রান্তের নিরিখে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কেরল। সেখানে নতুন করে আক্রান্ত ৫ হাজার ৩২৮। নিহত ২১। সুস্থ হয়ে উঠেছে ৪৯৮৫। রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬৫ হাজার ৩৭৪।