নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি৷৷ ১ জানুরারি ব্রেক-থ্রো সাইন্স সোসাইটির সর্বভারতীয় সংগঠনের ২৬ তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়৷ কিন্তু সেই দিন ব্রেক-থ্রো সাইন্স সোসাইটি ত্রিপুরা চ্যাপ্ঢারের পক্ষ থেকে তেমন কোন কর্মসূচী পালন করা হয় নি৷ তাই শনিবার ব্রেক-থ্রো সাইন্স সোসাইটি ত্রিপুরা চ্যাপ্ঢারের পক্ষ থেকে এক র্যালি সংগঠিত করা হয়৷
রাজধানীর এডিনগরস্থিত ব্রেক-থ্রো সাইন্স সোসাইটি ত্রিপুরা চ্যাপ্ঢারের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়৷ র্যালিতে ব্রেক-থ্রো সাইন্স সোসাইটি ত্রিপুরা চ্যাপ্ঢারের সদস্য সদস্যারা সামিল হয়৷ র্যালিটি এ.ডি নগরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ড্রপগেইট এলাকায় এসে শেষ হয়৷ ব্রেক-থ্রো সাইন্স সোসাইটি ত্রিপুরা চ্যাপ্ঢারের এক সদস্য এইদিনের র্যালির উদ্দেশ্য সম্পর্কে সংবাদ প্রতিনিধিদের অবগত করেন৷

