ঔরঙ্গাবাদের নাম পরিবর্তন নিয়ে শিবসেনা-কংগ্রেস অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে

মুম্বই, ২ জানুয়ারি (হি. স.): মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার নাম পরিবর্তন নিয়ে রাজ্যের মহা বিকাশ আঘারি সরকারের মধ্যে অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। এই জোটের অন্যতম দুই প্রধান শরিক শিবসেনা এবং কংগ্রেস নিজেদের অবস্থানে অনড়। জেলার নাম পরিবর্তনের পক্ষে শিবসেনা। অন্যদিকে নাম পরিবর্তন না করার পক্ষে অনড় কংগ্রেস।


শনিবার শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত জানিয়েছেন, এই সমস্যার সমাধান আজ থেকে ৩০ বছর আগে বালাসাহেব ঠাকরে বাতলে দিয়েছিলেন। গোটা বিষয়টি কাগুজে বিবাদ হয়ে রয়েছে। জোটের মধ্যে থাকা অন্যান্য সহযোগী দলের সঙ্গে বৈঠকে বসে এই সমস্যার সমাধান করা হবে। অন্যদিকে রাজস্বমন্ত্রী বালাসাহেব থরাট নাম পরিবর্তনের বিপক্ষে নিজের মতামত ব্যক্ত করেছেন। রাজ্যের পূর্তমন্ত্রী অশোক চবন জানিয়েছেন গোটা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী এখনও কোনও বক্তব্য রাখেননি। যখনই এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী উত্থাপন করবেন তখন কংগ্রেস এর বিরোধিতা করবে। কংগ্রেস, এনসিপি এবং শিবসেনা উন্নয়নের লক্ষ্যে মহা বিকাশ আঘারি জোট সরকার গড়ে তুলেছে রাজ্যে। উন্নয়নের জন্যই এই সরকার কাজ করে যাবে। উন্নয়নই  এই জোটের প্রধান লক্ষ্য। সেটা ভুলে গেলে চলবে না।

উল্লেখ করা যেতে পারে, এই বছরই ঔরঙ্গাবাদ পৌর  নির্বাচন। এর মধ্যেই মহারাষ্ট্র নবনির্মাণ সেনার তরফ থেকে রাজ্য সরকারকে চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ২৬ জানুয়ারির মধ্যে ঔরঙ্গাবাদের নাম পরিবর্তন করে রাখতে হবে সাম্ভাজি নগর।