মোহনপুরে চলন্ত অটোতে আগুন, বাঁচলেন চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর৷৷ মোহনপুরের আমগাছিয়া বাজার সংলগ্ণ এলাকায় একটি চলন্ত অটোতে আগুন ধরে যায়৷ অটোচালক অটো থেকে লাফিয়ে কোনক্রমে আত্ম রক্ষা করেছেন৷ তবে ফটো থেকে লাফ দিয়ে পড়ায় অটোচালক গুরুতরভবে আহত হয়েছে৷


স্থানীয় লোকরা চলন্ত অটোত আগুন ধরে যেতে দেখে রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন৷ তারা সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেন৷ খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে৷ তবে এর মধ্যে আগুনে পুড়ে গেছে৷ এদিকে চলন্ত অটোতে আগুন ধরে যাবার পর থেকে লাফ দিয়ে পরে গুরুতরভাবে আহত হওয়ায় চালককে উদ্ধার করে মোহনপুর প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷


বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন৷কিভাবে চলন্ত অটোতে আগুন ধরে গেছে সে বিষয়ে অবশ্য বিস্তারিত তথ্য জানা যায়নি৷তবে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে অটোতে শর্টসার্কিট হওয়ার কারণেই এই অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটেছে৷