আহমেদাবাদ, ৩০ ডিসেম্বর (হি.স.): চলতি মাসে ফের ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাট। বুধবার সকালে ভূকম্পন অনুভূত হল গুজরাটের কচ্ছ জেলায়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৩। যদিও, মৃদু তীব্রতার ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। গান্ধীনগরের সিসমোলোজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে, বুধবার সকাল ৯.৪৬ মিনিট নাগাদ ৪.৩ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় কচ্ছ জেলায়। ভূমিকম্পের উৎসস্থল ছিল কচ্ছের খাভা গ্রামের ২৬ কিলোমিটার পূর্ব দক্ষিণ-পূর্বে।
কচ্ছ-পশ্চিম ডিভিশনের পুলিশ কন্ট্রোলের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিনের ভূকম্পনে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। সিসমোলোজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে, এদিনই ভোররাত ২.২৯ মিনিট নাগাদ ২.২ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় কচ্ছের ভচাউ শহরের কাছে।