নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি. স.) : ব্রিটেনে পাওয়া গিয়েছে নতুন ধরনের করোনা সংক্রমণ। সতর্ক ভারত। ইতিমধ্যেই অস্থায়ী ভাবে বাতিল করে দেওয়া হয়েছে বিমান পরিষেবা। এর পাশাপাশি এই নতুন ধরনের করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য জিনোম সিকোয়েন্সিং বাড়িয়ে দিয়েছে ভারত। মঙ্গলবার একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ।
তিনি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, দশটি সরকারি পরীক্ষাগারের সম্মিলিত সংস্থা ইনসাকোগ ক্রমাগত জিনোম সিকোয়েন্সিং করে চলেছে এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে। আগামী দিনে করোনা মতো অন্যান্য ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলা করতে সহায়তা হবে। যেসব সংস্থা এই জিনোম সিকোয়েন্সিং সঙ্গে যুক্ত সেগুলি হল আইসিএমআর, বায়োটিক ইন্ডিয়া, সিএসআইআর এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ব্রিটেনে করোনার নতুন সংস্করণ এর আগে পাঁচ হাজার জিনোম সিকোয়েন্সিং করা হয়েছিল। বর্তমানে সেই সংখ্যা আরও বাড়ানো হয়েছে। সমন্বয় বজায় রেখে কাজ চলছে। বর্তমান পরিস্থিতিতে করোনা মোকাবিলার ক্ষেত্রে ভারত ভালো জায়গায় রয়েছে সে বিষয় বলতে গিয়ে তিনি জানিয়েছেন, দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২.৭ লাখের কম। ক্রমাগত তা পতনের দিকে।