বর্তমান সরকার মানুষের কথা শুনে না : মানিক দে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর৷৷ শুক্রবার সিআইটিইউ কার্যালয়ে ট্রাক এন্ড মিনিট্রাক ড্রাইভার্সের উদ্যোগে সম্মেলন অনুষ্ঠিত হয়৷ সম্মেলনে উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে৷ তিনি বক্তব্য রেখে বলেন, বর্তমান সরকার মানুষের কথা শুনে না৷ এই সরকারের মিথ্যে প্রলোভন দেওয়া শক্তি আছে৷ সারাদেশে যখন মানুষ কর্মহীন হয়ে পড়ছে৷ তখন পশ্চিমবঙ্গে ভোট জেতার জন্য বিজেপি প্রতিশ্রুতি দিচ্ছে ৭৫ লক্ষণ চাকুরি প্রদান করবে৷


কিন্তু এ ধরনের ভুল মানুষ যখন বুঝতে পারে তখন অনুসূচনা হয় মানুষের৷ মানুষ আগের জায়গায় পুনরায় ফিরে আসে বলে আশঙ্কা প্রকাশ করেন মানিক দে৷ দেশে এই সরকারটা মোদি এবং আম্বানির সরকার, সাধারণ মানুষের সরকার নয়৷ দেশে কোভিড পরিস্থিতিতে যখন সাধারণ মানুষের আয় ৫০ শতাংশ কমেছে, তখন আম্বানির মতো কিছু পুঁজিপতিদের আয় ৪৬ শতাংশ বেড়েছে৷ ফলে মানুষের ক্রয় ক্ষমতা কমেছে৷ বাজারে প্রভাব পড়েছে৷ বহু শিল্প-কারখানার দরজা বন্ধ হয়ে গিয়েছে৷ পুঁজিপতিদের হাতে দেশের নিয়ন্ত্রণ ব্যবস্থা চলে গেছে বলে আশঙ্কা প্রকাশ করলেন শ্রী দে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *