আগরতলা, ২৪ ডিসেম্বর (হি.স.)৷৷ ত্রিপুরায় সমস্ত আন্তর্জাতিক বিমান যাত্রী এবং ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে বিদেশ-ফেরত নাগরিকদের আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে৷ করোনা-র দ্বিতীয় সংস্করণের ভয়াবহতায় সাবধানতা অবলম্বনে ত্রিপুরা সরকার এই সিদ্ধান্ত নিয়েছে৷ রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, করোনা মোকাবিলায় কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী সমস্ত ব্যবস্থা নিতে প্রস্তুত ত্রিপুরা সরকার৷
প্রসঙ্গত, ইংল্যান্ড (ইউকে)-এ করোনা-র দ্বিতীয় সংস্করণ ইতিমধ্যে ভয়ঙ্কর রূপ নিতে শুরু করেছে৷ বিশেষজ্ঞদের দাবি, কোভিড-১৯ থেকেও এই ভাইরাস আরও বেশি ভয়ঙ্কর৷ করোনা-র দ্বিতীয় সংস্করণ ৭০ শতাংশ বেশি দ্রুত সংক্রমণ ছড়াতে সক্ষম বলে চিহ্ণিত হয়েছে৷ স্বাভাবিকভাবেই, গোটা বিশ্ব জুড়ে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে৷ ভারত সরকার ৩১ ডিসেম্বর পর্যন্ত ইউকে থেকে সমস্ত বিমান স্থগিত রেখেছে৷ তাছাড়া, ইউকে-ফেরত প্রত্যেকের নমুনা পরীক্ষা এবং কঠোর নজরদারিতে রাখার ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার৷
শিক্ষামন্ত্রী বলেন, ত্রিপুরা করোনা মোকাবিলায় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবে৷ তাই, সমস্ত আন্তর্জাতিক বিমানযাত্রী এবং ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে বিদেশ-ফেরত দেশি-বিদেশি নাগরিকদের আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে৷ তাঁর কথায়, বিমানবন্দরে স্ক্রিনিং প্রক্রিয়াকে আরও শক্তিশালী করেছে রাজ্য স্বাস্থ্য দফতর৷