নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর৷৷ সিধাই মোহনপুর এর প্রায় আট বছরের এক শিশু গাছ থেকে পড়ে মারা গিয়েছে৷ মৃত শিশুটির নাম আকাশ দেববর্মা৷ জানা গেছে আকাশ দেববর্মা নামে আট বছরের ওই শিশুটির বাড়িতে একটি গাছে ওঠে ছিল৷
গাছ থেকে পড়ে শিশুটি গুরুতরভাবে আহত হয়৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে মোহনপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷শিশুটির অবস্থা আশংকজনক হওয়ায় মোহনপুর হাসপাতাল থেকে জিপিতে স্থানান্তর করা হয়৷
জিবি হাসপাতালে নিয়ে আসা হল শেষ রক্ষা করা যায়নি৷ চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি৷ জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ অভাগা মা-ববা সহ আত্মীয়-স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন৷