কলকাতা, ২৪ ডিসেম্বর (হি.স.): যান্ত্রিক ত্রুটির কারণে টেক-অফের পরই কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করল এয়ার ইন্ডিয়ার কলকাতা থেকে হায়দরাবাদগামী বিমান। ওই বিমানেই ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে। ত্রিপুরা হাইকোর্টে একটি ই-সেবাকেন্দ্রের জন্য বুধবার সকালে আগরতলায় গিয়েছিলেন প্রধান বিচারপতি। ই-সেবাকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান শেষে হায়দরাবাদ যাওয়ার কথা ছিল প্রধান বিচারপতির।
সূত্রের খবর, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ কলকাতা থেকে ওড়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি। কিন্তু কিছুক্ষণের মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণের জন্য কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করেন পাইলট। তারপর বিমানের মুখ ঘুরিয়ে কলকাতায় অবতরণ করেন। প্রধান বিচারপতি-সহ বিমানে ১৪৬ জন যাত্রী ছিলেন। তাঁরা সকলেই সুরক্ষিত আছেন। বাইপাসের ধারে একটি বেসরকারি হোটেলে তাঁদের রাখা হয়েছিল। কলকাতা বিমানবন্দরে ডিরেক্টর জানিয়েছেন, ‘বুধবার যান্ত্রিক ত্রুটির কারণে এমার্জেন্সি ঘোষণা করার পর, কলকাতা বিমানবন্দরে অবতরণ করে এয়ার ইন্ডিয়ার কলকাতা-হায়দরাবাদ বিমান। ওই বিমানে প্রধান বিচারপতিও ছিলেন।’

