প্রতীক্ষা শেষ, ভক্তদের জন্য উন্মুক্ত পুরীর জগন্নাথ মন্দির

পুরী, ২৩ ডিসেম্বর (হি.স.): দীর্ঘ ন’মাসের প্রতীক্ষার অবসান। ভক্তদের জন্য উন্মুক্ত হয়ে গেল পুরীর জগন্নাথ মন্দির। এবার ধাপে ধাপে মন্দিরের আবহ স্বাভাবিক করে তোলার চেষ্টা করা হবে। বুধবার সকাল ৪.৫৯ মিনিট নাগাদ খুলে দেওয়া হয় জগন্নাথ মন্দির। শুধুমাত্র সিংঘদ্বার গেট থেকেই প্রবেশের অনুমতি দেওয়া হয়। ২৫ ডিসেম্বর পর্যন্ত শুধুমাত্র সেবায়েত এবং তাঁদের পরিবারে সদস্যরাই প্রভুর দর্শন করতে পারবেন। ২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পুরীর বাসিন্দারা মন্দিরে ঢুকতে পারবেন। 

মন্দির খুলে গেলেও, করোনাকালে সমস্ত বিধিনিষেধ মেনে চলতে হবে। লাইনে দূরত্ব বজায় রেখে মাস্ক পরে দর্শন সারতে হবে। ফুল ও প্রদীপের মতো কোনও সামগ্রী হাতে মন্দিরে ঢোকা যাবে না। সমস্ত ভক্ত সুস্থতার প্রমাণ দিয়ে কোভিড-বিধি মেনে প্রভুর দর্শন করতে পারবেন। করোনাভাইরাস মহামারী এবং দেশব্যাপী লকডাউনের কারণে ২০ মার্চ থেকে বন্ধ ছিল জগন্নাথ মন্দির।