বনকরে চুরি বোলেরো গাড়ি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার বনকর এলাকায় একটি বোলেরো গাড়ি চুরি করে নিয়ে গেছে চোরেরা৷ গাড়ির মালিকের নাম অমল সেন৷গভীর রাতে বাড়ির কাছ থেকে গাড়িটি চুরি করে নিয়ে গেছে৷ সিসি ক্যামেরায় চুরির দৃশ্য ধরা পড়েছে৷


এব্যাপারে গাড়ির মালিক অমল সেন বিলোনিয়া থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেন৷ ঘটনার খবর পেয়ে বিলোনিয়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ গাড়ির মালিক অমল সেন জানান গাড়িতে এক লক্ষ ৬৬ হাজার টাকার মাল ছিল৷ রাতে মালবোঝাই গাড়িটি বাড়ির সামনে রেখে তিনি ঘুমিয়ে ছিলেন৷ সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল গাড়িটি সেখান থেকে চুরি করে নিয়ে গেছে৷ গাড়ির লক ভেঙ্গে এই চুরির ঘটনা সংঘটিত করেছে চোরেরা৷বিলোনিয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷তবে এখনো পর্যন্ত চুরি যাওয়া গাড়িটি উদ্ধার করতে পারেনি পুলিশ৷মাল বোঝাই গাড়ি চুরির ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ গাড়িটি উদ্ধারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলে বিলোনিয়া থানা সূত্রে জানা গেছে৷