মোহনপুরে বিদ্যুৎ ট্রান্সফরমানে আগুন, অল্পেতে রক্ষা সুকল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর৷৷ মোহনপুরের হাসপাতাল চৌমুহনীতে বিদ্যুতের ট্রান্সফরমারের সোমবার আচমকা অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটে৷ তাতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা৷ সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় দমকল বাহিনীকে৷ খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং তারা আগুন আয়ত্তে আনতে সক্ষম হয়৷ দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন আয়ত্তে আশায় স্থানীয় এলাকার বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে৷


জানা গেছে যে স্থানে অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটেছে তার পাশেই মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়৷ দ্রুত আগুন আয়ত্তে আনা সম্ভব না হলে বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল বলে জানান স্থানীয় বাসিন্দারা৷ দমকল বাহিনীর জওয়ানদের ভূমিকার প্রশংসা করেছেন তারা৷ট্রান্সফরমারের শর্ট-সার্কিট হয় এ ধরনের অগ্ণিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা গিয়েছে৷ অগ্ণিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনীর পাশাপাশি বিদ্যুৎ কর্মীরাও দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে৷