মেঘালয়ের পূর্ব খাসিপাহাড় জেলায় আজ থেকে নৈশ কারফিউ

শিলং, ২১ ডিসেম্বর (হি.স.) : করোনা-র প্রকোপ মোকাবিলায় মেঘালয়ের পূর্ব খাসিপাহাড় জেলায় আজ সোমবার থেকে নৈশকালীন কারফিউ জারি হচ্ছে। ১ জানুয়ারি পর্যন্ত এই আদেশ জারি থাকবে। জেলা প্রশাসনের আদেশে রাত ১১টা থেকে ভোর ৫-টা পর্যন্ত নৈশ কারফিউ কার্যকর হবে। তবে, বড়দিন এবং নববর্ষ উদযাপনের জন্য ২৪, ২৫ এবং ৩১ ডিসেম্বর নৈশকালীন কারফিউ লাগু থাকবে না।

পূর্ব খাসিপাহাড়ের জেলাশাসক জানিয়েছেন, জেলায় বড়দিন ও নববর্ষ উদযাপনকে সামনে রেখে ২৪, ২৫ এবং ৩১ ডিসেম্বর রাতে কারফিউ তুলে নেওয়া হবে। কিন্তু করোনা মোকাবিলায় সরকারি বিধিবিধানগুলি কঠোরভাবে অনুসরণ করতে হবে।

এই আদেশ জারি হওয়ার পাশাপাশি কিছু জরুরি পরিষেবাকে কারফিউয়ের আওতার বাইরে রাখা হয়েছে। করোনা-র চিকিৎসায় নিয়োজিত স্বাস্থ্য কর্মী, পুলিশ, সুরক্ষা ও সশস্ত্র বাহিনী, সিভিল ডিফেন্স এবং হোমগার্ডের স্বেচ্ছাসেবক, ওষুধের দোকান, ফায়ার অ্যান্ড ইমারজেন্সি সার্ভিসেস, বিদ্যুৎ পরিষেবার সাথে যুক্ত কর্মী এবং আধিকারিক, এফসিআই-এর গাড়ি, করোনা কেয়ার সেন্টার সম্পর্কিত মেডিক্যাল টিম এবং কর্মকর্তারা, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, তথ্য ও জনসংযোগ বিভাগ, এনএইচআইডিসিএল, শিলং পুর নিগম এবং টেলিকম পরিষেবার যুক্ত কর্মচারীরা কারফিউ পাস নিয়ে তাঁদের কাজ সম্পাদন করতে পারবেন।

লক্ষণীয় বিষয় হল, মেঘালয়ের পূর্ব খাসিপাহাড় জেলায় সর্বাধিক করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। মোট সক্রিয় ৪৯৯ জন করোনায় আক্রান্তের মধ্যে ৩১৭ জনই পূর্ব খাসিপাহাড়ের বাসিন্দা। জেলা থেকে করোনা-র প্রকোপ হ্রাস করার লক্ষ্যে কারফিউ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।