গুরু তেগ বাহাদুরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি. স.): গুরু তেগ বাহাদুরকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করতে রাজধানী দিল্লির রাকাব গঞ্জ সাহেব গুরুদ্বারে রবিবার সকালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রসঙ্গে নিজের টুইট বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, শ্রীগুরু তেগ বাহাদুরের জীবন হচ্ছে সাহস ও সহমর্মিতার প্রতীক।

শহীদ দিবস উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করি। ঐক্য বদ্ধ সমাজের শিক্ষা তিনি দিয়ে গিয়েছিলেন। উল্লেখ্য এদিন গুরুদ্বারে যাওয়ার কোনো পূর্ব নির্ধারিত সূচি প্রধানমন্ত্রীর ছিল না। হঠাত করেই তিনি সেখানে যান। পরে যে গুরুমুখী ভাষায় টুইট করেন।